পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২০ এপ্রিল ২০১৬

পঞ্চগড়ের ময়নাগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে মো. দেলোয়ার হোসেন (২৮) নামে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটায় সীমান্তের কাছে করতোয়ার চরে এঘটনা ঘটে।

আহত কৃষক সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাকপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে সীমান্তের কাছে করতোয়া নদীর চরে নিজের রোপনকৃত ধান কাটছিলেন কৃষক দেলোয়ার। দুপুরে ওই সীমান্তের বিপরীতে ভারতের ব্রম্মণবস্তি বিওপির বিএসএফ সদস্যরা অজ্ঞাত কারণে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে বাম উরুতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন কৃষক দেলোয়ার। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীমান্তবাসী রহিম উদ্দিন বলেন, করতোয়ার চরে স্থানীয় অনেকেই বোরো আবাদ করেন। কৃষক দেলোয়ার নদীর কাছের চরে রোপনকৃত ধান কাটছিলেন। এসময় বিএসএফ আকশ্মিক গুলি করলে দেলোয়ার গুলিবৃদ্ধ হন।  

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল হাকিম মো. নওশাদ বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে কী কারণে বিএসএফ গুলি নাকি রাবার বুলেট ছুড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় বিকেলে সদর উপজেলার মিরগড় সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

সফিকুল আলম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।