নোয়াখালী

বিনা চিকিৎসায় হাসপাতাল কর্মীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসককে বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১২ মে ২০২৪

নোয়াখালী জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. হানিফের (৫৫) বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম চৌধুরী ওরফে সৈকতকে তাৎক্ষণিক হাতিয়ার ভাসানচরে বদলি করা হয়েছে।

রোববার (১২ মে) সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালে মো. হানিফ মারা যান। তিনি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার গোদার মসজিদ বাড়ির আবদুল মান্নাছ মিয়ার ছেলে।

মৃতের মেয়ে ঝুমুর অভিযোগ করে বলেন, বাবা শ্বাসকষ্ট নিয়ে গত দুদিন ধরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। আজ (রোববার) সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে সকাল ৯টা ১০মিনিটে পুনরায় জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের কেউ উপস্থিত ছিলেন না। অনেকক্ষণ পর একজন এসে বাবাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা না পেয়েই আমার বাবা মারা গেছেন।

এদিকে হাসপাতাল কর্মচারী মো. হানিফের বিনা চিকিৎসায় মৃত্যুর সংবাদ পেয়ে বিক্ষোভ করে জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। দায়ী চিকিৎসকের শাস্তির দাবিতে তারা ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জাগো নিউজকে বলেন, হাসপাতাল কর্মচারী হানিফকে ঢাকা নেওয়ার কথা ছিল। পথে তার অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে আসা হয়। স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কেউ দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, অভিযুক্ত চিকিৎসক শহীদুল ইসলাম চৌধুরী ওরফে সৈকতকে তাৎক্ষণিক হাতিয়ার ভাসানচরে বদলি করা হয়েছে। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দায়ীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।