রানওয়েতে শর্টসার্কিট, সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ
সৈয়দপুর বিমানবন্দর
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে চার ঘণ্টারও বেশি সময় উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। রোববার (১২ মে) সন্ধ্যা ৬টার পর থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।
তিনি বলেন, রানওয়ের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিটের কারণে সন্ধ্যার পর থেকে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়েছে। এরই মধ্যে বাতিল হয়েছে তিনটি ফ্লাইট। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট। আমরা চেষ্টা করছি দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করতে।
ইব্রাহিম সুজন/কেএসআর