ছুটিতে বাড়ি গিয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৩ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ে অসুস্থ হয়ে মির্জা জাফরুল ইসলাম (৫১) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাফরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছেলে। তিনি সদ্য নীলফামারি জেলা থেকে বদলি হয়ে ঢাকা উত্তরার আব্দুল্লাপুরে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন। তিনি বলেন, রোববার বিকেল ৩টায় জাফরুল ইসলাম বমি ও ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে একটি স্যালাইন দেওয়ার পর তিনি সুস্থবোধ করেন। এক পর্যায়ে বাড়িও চলে যেতে চেয়েছেন। তবে রাত ৯টার দিকে হঠাৎ করে আবার বমি শুরু হয়। এরপর মাত্র দশ মিনিটের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। ধারণা করছি হার্টঅ্যাটাকে তার মৃত্যু হতে পারে। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জাফরুল ইসলামের ছেলে মির্জা আলমগীর বলেন, পাঁচ দিনের ছুটিতে আসেন বাবা। রোববার সকালে বাড়িতে সেমাই খাওয়ার পর পেটের সমস্যা দেখা দেয় তার। এরপর ডায়রিয়া শুরু হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করি। সেখানে রাত ৯টার দিকে মারা যান। এছাড়াও বাবার হার্টেরও একটু সমস্যা ছিল।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম বলেন, ডিপার্টমেন্টের সদস্য হওয়ার কারণে তার জানাজা কখন হবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে পারিবারিক কবরস্থানে আজ বিকেলে তাকে দাফন করা হবে।

তানভীর হাসান তানু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।