বাড়ির পাশে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৩ মে ২০২৪

বগুড়ার শাজাহানপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নাবিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে নানা পুটু মিয়ার বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়। নাবিয়া আক্তার উপজেলার খরণা ইউনিয়নের দাড়িগাছা ফকিরপাড়া গ্রামের ট্রাক চালক নায়েব আলীর মেয়ে।

শিশুটির নানা পুটু মিয়া জাগো নিউজকে জানান, মেয়ে শনিবার (১১ মে) দুই ছেলেমেয়েকে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে নাবিয়াকে খাইয়ে রেখে তার মা বাইরে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে শিশু কন্যাকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানান, ঘটনাটি তিনি লোক মারফত জানতে পেরেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।