বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু, চালকের গ্রেফতার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৩ মে ২০২৪

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সরকারি কেএম কলেজের মেধাবী শিক্ষার্থী সামন্তী আক্তার নিহতের ঘটনায় জড়িত বাসচালককে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোডে আয়োজিত মানববন্ধনে নিহত সামন্তির সহপাঠী ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে সরকারি কেএম কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার মিয়া, অধ্যাপক সরোয়ার হোসেন, ঝর্ণা রানী দাসসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, কলেজে যাওয়ার পথে সামন্তি একটি বেপরোয়া বাসের চাপায় মারা যান। পুলিশ দুইদিনেও বাসটিকে আটক কিংবা চালককে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান।

শনিবার (১১ মে) সকালে বাসা থেকে কলেজে আসার পথে কৈডুবি সদরদি নামকস্থানে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দ্রুতগামী একটি বাসের চাপায় সামন্তি নিহত হন। নিহত সামন্তি ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে।

এন কে বি নয়ন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।