উপজেলা নির্বাচন

প্রার্থীর সমর্থকের টাকা বিতরণের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৬ মে ২০২৪

মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাচনে টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে টাকা বিতরণের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিপু মিয়া একটি ব্যাগের ভেতর থেকে টাকার বান্ডিল বের করে বিতরণ করছেন। মোবাইলে আলো জ্বালিয়ে বেশ কয়েকজন সে টাকা গ্রহণ করছেন।

দিপু উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহাবুব উল্লাহ কিসমতের (দোয়াত-কলম প্রতীক) সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে ধান ও মাটিকাটা শ্রমিকদের মধ্যে তাদের মজুরি বিতরণ করা হয়েছে বলে দাবি করেন দিপু মিয়া।

ষোলঘর ইউনিয়ন শ্রমিক লীগ নেতা সাইদুল মুন্সি বলেন, ব্যাগভর্তি টাকা নিয়ে ৩১ জন ভোটারের মধ্যে টাকা বিতরণ করেন দিপু মিয়া। আমার প্রতিবেশী জনি টাকা বিতরণের দৃশ্য মোবাইলে ধারণ করলে কিসমতের কর্মী-সমর্থকরা তাকে মারধর করেন।

অভিযুক্ত দিপু মিয়া বলেন, আমি আমার ধানকাটা ও মাটিকাটা শ্রমিকদের মধ্যে তাদের মজুরি বিতরণ করছিলাম। নির্বাচনে আমি কোনো চেয়ারম্যান প্রার্থীর সমর্থক নই। আমি একজন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সমর্থক।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী মাহাবুব উল্লাহ কিসমতের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন শিকদার বলেন, কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হুসেইন বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।