নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল করলেন উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২২ মে ২০২৪

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহছানুল হাকিম সাধন। নির্বাচিত হয়েই দুধ দিয়ে গোসল করেছেন তিনি।

বুধবার (২২ মে) দুপুরে কাজী সালমান আহমেদ নামের এহছানুল হাকিম সাধনের এক সমর্থক নিজের ফেসবুক আইডিতে দুধ দিয়ে গোসলের ছবি পোস্ট করেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ পাক উপজেলার সর্বোচ্চ সম্মান আপনাকে দান করেছেন। আজ যেমন দুধ দিয়ে গোসল করে পবিত্র হলেন, আমৃত্যু এই পবিত্রতা ধরে রাখবেন, আপনার কাছে অনুরোধ। আমরা যারা আপনার সহচরী ছিলাম, আমাদের স্বপ্ন বালিয়াকান্দি একটা মডেল উপজেলা হিসেবে আপনি গড়ে তুলবেন। শুভকামনা আপনার জন্য প্রিয় বড় ভাই।’

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১১টার দিকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এহছানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন ।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান এহছানুল হাকিম সাধন ব‌লেন, ‘নির্বাচ‌নে জয়লাভ কর‌লে দুধ দি‌য়ে গোসল করাবেন ব‌লে মা-চা‌চি প্রতিজ্ঞা ক‌রেছি‌লেন। সেই ইচ্ছা গ্রামবা‌সী পূরণ ক‌রে‌ছেন। গ্রামবা‌সী দুধ দি‌য়ে গোসল করিয়েছেন।’

মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে এহছানুল হাকিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।

নির্বাচনে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মোটরসাইকেল প্রতীকের এহছানুল হাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আনারস প্রতীকের আবুল কালাম আজাদ। তার প্রাপ্ত ভোট ৪১ হাজার ৬৮০।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।