ধুনট খাদ্যগুদাম কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৩ মে ২০২৪
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) নুরে আলম সিদ্দিকীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক গুদাম পরিদর্শনকালে অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তাকে প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করেন।

বৃহস্পতিবার (২৩ মে) ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাখাওয়াত হোসেন গত ১৯ মে ধুনট খাদ্যগুদাম পরিদর্শন করেন। এসময় গুদামের ভেতর মজুদ ধান-চালের বস্তা অগোছালো রাখা ছিল। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী যথাসময়ে গুদামে উপস্থিত না হওয়াসহ বেশ কিছু অনিয়মের চিত্র মহাপরিচালকের নজরে পড়ে। এ কারণে তাকে একদিনের মধ্যে ধুনট খাদ্যগুদাম ছেড়ে ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে বলা হয়।

স্ট্যান্ড রিলিজ হওয়া ধুনট সরকারি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, ঊধ্র্বতন কর্মকর্তার আদেশ অনুযায়ী চাকরি বিধি মোতাবেক ২০ মে ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেছি।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।