কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৫ মে ২০২৪
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের নাগরিক এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেল ৫টায় তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-০২ এর জেল সুপার আমিরুল ইসলাম বন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

মারা যাওয়া কয়েদি পাকিস্তানের জহিরদ্দিনের ছেলে আলেফজান (৬৫)।

জেল সুপার জানান, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে কয়েদি আসামি আলেফজান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরিভাবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পল্টন থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাকিস্তানি কয়েদি আলেফজান ২৫ বছর আগে ১৯৯৯ এ কারাগারে এসেছিলেন। তিনি ২নং- সেসন মামলা নং-৬৮৪/০৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(খ) ও ১৯(এ) ধারায় যাবজ্জীবনপ্রাপ্ত ছিলেন। কারাবিধি অনুযায়ী অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।