ভৈরবে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:০১ এএম, ২৬ মে ২০২৪

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) বিকেলে কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুবেল মিয়ার নামের যুবকটি রাজনগর জহির মিয়ার বাড়ির পাশে সুইপারের কাজ করতে যান। লোকটি ভবঘুরে। দুপুরের দিকে জহির মিয়ার বাড়ির পাশে ৮ বছরের একটি কন্যা শিশুকে জঙ্গলের নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে ওই যুবককে গণপিটুনি দেয়। মারধরে রুবেল গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, গণপিটুনিতে আহত অবস্থায় জহির মিয়ার নামের এক লোক ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করার ঘণ্টাখানেকের মধ্যে মারা যান লোকটি। পরে জহির মিয়া হাসপাতাল থেকে পালিয়ে যান। ভৈরব থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি নিয়ে যায়।

শিমুলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূইয়া রিপন বলেন, রাজনগর গ্রামের জহির মিয়ার ভাতিজিকে লোকটি ধর্ষণের চেষ্টা করেন। লোকজন টের পেয়ে তাকে গণপিটুনি দেয়।

এ বিষয় ভৈরব থানার উপরিদর্শক এসআই লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে আসি। জহির মিয়া নামের এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে ছিলেন। তিনি পলাতক।

রাজীবুল হাসান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।