পুকুরপাড়ে পড়ে ছিল মৃত নীলগাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৭ মে ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে মহাবিপন্ন প্রজাতির একটি মৃত নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার (২৬ মে) দুপুরে নীল গাইটি উপজেলার পালানুগাঁও এলাকা একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। গাইটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়।

স্থানীয়রা জানান, ওইদিন সকালে পালানুগাঁও এলাকায় একটি নীলগাই দেখা যায়। তারা হরিণ মনে করে মৃত অবস্থায় নীলগাইটি উদ্ধার করেন। বুঝতে পারেন এটি হরিণ নয়। পরে স্থানীয়রা বীরগঞ্জ বিট অফিসারকে সংবাদ দেন। দুপুরে বীরগঞ্জ থানা পুলিশ ও বীরগঞ্জ বন বিভাগের বিট কর্মকর্তা নিরঞ্জন বাবু সঙ্গীয় জনবল নিয়ে নীলগাইয়ের মৃতদেহটি উদ্ধার করেন। পরে কর্তৃপক্ষকে অবহিত করে ময়নাতদন্ত শেষে বীরগঞ্জ জাতীয় উদ্যানের বিট অফিস সংলগ্ন স্থানে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ সময় সিংড়া শালবন জাতীয় উদ্যানের সিনিয়র বিট কর্মকর্তা দয়া প্রসাদ পাল, বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম, বনমালী মো. রহমান উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিট কর্মকর্তা নিরঞ্জন বাবু জানান, নীলগাইটি হয়তোবা পাশের দেশ ভারত থেকে এসেছিল। ময়নাতদন্তে রির্পোটে প্রাণিসম্পদ কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।