সৈয়দপুর

১৫ ঘণ্টা পর ঢাকায় ফিরলো বিমানের ড্যাশ-৮ ফ্লাইট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৯ মে ২০২৪

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ত্রুটি সারিয়ে প্রায় ১৫ ঘণ্টা পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের ফ্লাইটটি ঢাকায় ফিরে গেছে। মঙ্গলবার (২৮মে) রাত ১১টার দিকে উড়োজাহাজটির ত্রুটি সারাতে সক্ষম হয় টেকনিশিয়ানরা।

এর আগে মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরে রানওয়েতে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের একটি ফ্লাইট অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোস হুইলে বা সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। এতে বিমানটি রানওয়েতে থেমে যায়।

পরে যাত্রীরা নামার পর টেকনিশিয়ানের প্রচেষ্টায় রানওয়েতে দাঁড়ানো বিমানটি মেরামতের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় রানওয়ে থেকে সরিয়ে পার্কিং ইয়ার্ডে নেওয়া হয়। এতে রানওয়ে বন্ধ থাকার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জাগো নিউজকে বলেন, প্রথমে টেকনিশিয়ান ও পরে সেনাবাহিনীর একটি দল রানওয়েতে ত্রুটি সারাতে কাজ করে। কিন্তু তখন সারানো যায়নি। পরে আনসার সদস্যদের ডেকে বিমানটি টেনে রানওয়ে থেকে পার্কিংয়ে রেখে অন্য ফ্লাইটগুলোর ওঠানামা স্বাভাবিক করা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে ত্রুটি সারানোর পর বিমানবন্দর ত্যাগ ফ্লাইটটি।

ইব্রাহিম সুজন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।