কামড় খেয়ে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:২২ পিএম, ৩১ মে ২০২৪

রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের দংশনের শিকার হন এক কৃষক। তবে ঘাবড়ে যাননি তিনি। উল্টো সাপটিকে মেরে বস্তাবন্দি করে ছুটে যান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।

শুক্রবার (৩১ মে) সকালে চারঘাট থানার পিরোজপুর এলাকায় এমনই ঘটনা ঘটে। ওই কৃষকের নাম হেফজুল ইসলাম (৪৫)। তিনি একই এলাকার জসিম প্রামাণিকের ছেলে।

হেফজুল ইসলাম জানান, সকালে তিনি জমিতে ধান কাটতে গিয়েছিলেন। অন্য কৃষকের সঙ্গে ধান কাটছিলেন। একপর্যায়ে জমিতে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় হেফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গালে কামড় দেয়। তিনি সাপটি মেরে ফেলেন। পরে এটি বস্তায় ভরে তিনি রামেক হাসপাতালে যান।

কামড় খেয়ে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

সাপের কামড়ে আহত হেফজুলকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক শামসুর রহমান বলেন, ‘আমি মাত্র ডিউটিতে এসেছি। ঘটনাটি সকালের। যারা ওইসময় ডিউটিতে ছিলেন তারা ভালো বলতে পারবেন। তবে যতটুকু শুনেছি এটি রাসেল ভাইপার সাপ। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।