কিশোরীর সাথে হ্যান্ডশেক করায় কিশোর খুন


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

বগুড়ার পল্লীতে ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক কিশোরীর সাথে হ্যান্ডশেক করার অপরাধে রায়হান আলী (১৮) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার নন্দীপাড়া গ্রামে তাকে মারপিট করা হয়। রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

শনিবার সকালে মৃত্যু খবরটি প্রচার হলে নিহত রায়হানের সমর্থকরা দক্ষিণ নন্দীপাড়া গ্রামে ৭-৮টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে তিন নারী আহত হয়েছেন। তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের বাবা সদর থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ হত্যায় জড়িত থাকায় চয়ন নামে এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ ও গ্রামবাসীরা জানান, শুক্রবার বিকেলে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া স্কুল মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেখে পুরস্কার বিতরণ করাকালে ওই গ্রামের সোলায়মান আলীর ছেলে রায়হান আলী দক্ষিণ নন্দীপাড়া গ্রামের এক কিশোরীর সাথে হ্যান্ডশেক করে। এর প্রতিবাদ করা নিয়ে দুই গ্রামের জনগণের মাঝে সংঘর্ষ হয়। মারপিটে রায়হান আলী গুরুতর আহত হয়। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার সকালে রায়হানের মৃত্যুর খবর প্রচার হলে তার স্বজন ও গ্রামবাসীরা দক্ষিণ নন্দীপাড়া গ্রামে জনৈক রাজ্জাক, রফিকুল, সাইফুল, আনিসার, কোব্বাদ ও সোহেলসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। মারপিটে রওশন, চায়না ও জোস্না নামে তিন নারী আহত হন। তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানা পুলিশের ওসি (তদন্ত) নুর-এ-আলম সিদ্দিকী জানান, নিহতের বাবা সোলায়মান আলী একটি হত্যা মামলা করেছেন।

তিনি আরো জানান, গ্রেফতার এড়াতে অনেক পুরুষ বাড়ি থেকে পালিয়ে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।