কিশোরগঞ্জে চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৬ জুন ২০২৪

কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের আউটার সিগন্যালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগন্যাল পয়েন্টে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগন্যাল পয়েন্টে ট্যাম্পিং কারের সঙ্গে টুলভ্যানের একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। রাত ৮টার দিকে লাইনচ্যুত চাকা লাইনে ওঠানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এসকে রাসেল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।