শ্যালা নদী থেকে ৩০ জেলে অপহরণ


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৪ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের শ্যালা নদীতে মাছ শিকার কালে ৩০ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। শুক্রবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদী থেকে অপহৃত এসব জেলেদের প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা ও কচুয়া উপজেলায় বলে জানা গেছে।

অপহৃত জেলেদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের সারোয়ার হোসেন, মো.হাসিব, মহিদুল মিয়া, নান্না হাওলাদার, মো. নাসির, মাসুদ হাওলাদার ও উত্তর রাজাপুর গ্রামের শিফার হোসেন এবং কচুয়া উপজেলার দক্ষিণ বাধাল গ্রামের মো. মিলন সেখ ও একই উপজেলার বগা গ্রামের আ. খালেক মিয়া।

রোববার সকালে সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানান, শুক্রবার রাতে শ্যালা নদীর বিভিন্ন এলাকায় ২৫/৩০টি নৌকা নিয়ে অর্ধশত জেলে মাছ ধরছিলেন। রাত ৩টার দিকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ১০/১২ জন সশস্ত্র সদস্য জেলে বহরে হামলা চালায়। এসময় তারা জেলেদের কাছে থাকা খাদ্য সামগ্রী লুট করে ও ৫/৭ জন জেলেকে মারপিট করে আহত করে। পরে বনদস্যুরা ৩০ জেলেকে মুক্তিপনের দাবিতে ধরে নিয়ে যায়।

এদিকে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ফরিদ জানান, জেলে অপহরণের বিষয়টি তাদের জানা  নেই। তবে অপহরণের বিষয়ে খোঁজ নিয়ে কোস্টগার্ডে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শওকত আলী বাবু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।