নীলফামারীতে আ.লীগ ৭ ও স্বতন্ত্র ৫ প্রার্থী জয়ী


প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৪ এপ্রিল ২০১৬

নীলফামারীর ১২টি ইউনিয়নের ৭টিতে আওয়ামী লীগ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নীলফামারী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নীলফামারীর সদর উপজেলার রামনগর ইউনিয়নে ৪ হাজার ৩৬৪ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান বাবু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ২৯৬ ভোট পেয়েছেন।

সংগলসী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ৫ হাজার ২৮ ভোট পেয়ে কাজী মোস্তাফিজার রহমান নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান শাহ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৭ ভোট।

চড়াইখোলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন বসুনিয়া (টেলিফোন) ৪ হাজার ৬৯৬ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৯৭ ভোট।

কঁচুকাটা ইউনিয়নে ৫ হাজার ৫৯০ ভোট পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রউফ চৌধুরী (চশমা) নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সহিদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৩০ ভোট।

সোনারায় ইউনিয়নে ৫ হাজার ৪৯১ ভোট পেয়ে স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী মোস্তফা কামাল (টেলিফোন) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অশ্বিনী কমার বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫ ভোট।

অপরদিকে ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নের ৫টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

পশ্চিম ছাতনাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ.লীগের আনোয়ারুল হক সরকার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৯৯ ভোট ও তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩০ ভোট।

বালাপাড়া ইউনিয়নে আ.লীগের জহুরুল ইসলাম ভুঁইয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৪৪ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৭৫৮ ভোট।

ডিমলা সদর ইউনিয়নে আ.লীগের আবুল কাশেম সরকার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম জাতীয় পার্টির রফিজুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১২৫ ভোট।

নাউতরা ইউনিয়নে আ.লীগের সাইফুল ইসলাম লেলিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯১৪ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জামায়াতের জাহিদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭০১ ভোট।

খালিশা চাপানি ইউনিয়নে আ.লীগের আতাউর রহমান সরকার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫২১ ভোট।

ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির একরামুল হক চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৪ ভোট।

এছাড়াও পূর্ব ছাতনাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। তার নিকমতম আওয়ামী লীগ প্রার্থী আব্দুল করিম সরকার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৪৭ ভোট।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে ৩য় দফায় ১২টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে ফলাফল গণনা শেষে রাতে বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।