বাগেরহাটে ৬ হরিণ শিকারির দণ্ড


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৪ এপ্রিল ২০১৬

বাগেরহাটে সুন্দরবন থেকে আটক ছয় হরিণ শিকারীকে এক বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মন্ডল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হরিণ শিকারিদের রোববার বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডাদেশ প্রাপ্ত ছয় হরিণ শিকারি হলেন- জাফর সরদার, আসিকুল মোল্যা, হাফিজুর মোল্যা, রিপন মোল্যা, শুকুর আলী শেখ ও শামীম শেখ। এদের সবার বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী গ্রামে।

বন বিভাগ জানায়, ১১ জনের একটি হরিণ শিকারি চক্র দুটি দলে ভাগ হয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন বনের কোকিলমুনীর ত্রিকোন এলাকায় হরিণ শিকার করছিল। বন বিভাগের সদস্যরা শুক্রবার বিকেলে নিয়মিত টহল দেয়ার সময় ধাওয়া করে দুটি নৌকাসহ ছয়জনকে ধরে ফেলে। এ সময় ওই দুটি নৌকা থেকে অপর পাঁচ শিকারী দৌড়ে গহীন বনে পালিয়ে যায়। পরে দুটি নৌকা তল্লাশি করে দুই কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। আটক হরিণ শিকারিদের শনিবার বিকেলে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১০ দিন করে কারাভোগের নির্দেশ দেন।   

শওকত আলী বাবু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।