প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১২ জুন ২০২৪
প্রতীকী

জাগো নিউজে প্রকাশিত ‘হাসপাতালে মাদকের আখড়া চলে অসামাজিক কার্যকলাপ’ শীর্ষক নিউজের প্রতিবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত। নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতাল কখনো কোনো অসামাজিক কার্যকলাপ কিংবা মাদকের আখড়া এবং কাউকেও জিম্মি করে কোনো টাকা আদায় করেনি। কোনো রোগী কখনও কারও কাছে কোনো অভিযোগ করেনি, কোনো রোগীর চোখের ক্ষতি হয়নি। কখনও কোনো অননুমোদিত ব্যক্তি কোনো অস্ত্রোপচার করেনি কিংবা করে না।

আরও পড়ুন: নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতাল বন্ধ করলো উপজেলা প্রশাসন

‘কোনোরূপ প্রতারণার অভিযোগ কেউ করেনি। কোনো যুবক-যুবতী কখনও অবাধে হাসপাতালে প্রবেশের সুযোগ পায়নি। কখনও কোনো অসামাজিক কার্যকলাপ এ হাসপাতালে হয়নি।’

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।