লাশ হয়ে ফিরল নিখোঁজ শিশু সাজিনা


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৪ এপ্রিল ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নিখোঁজ শিশু সাজিনা খাতুন (৮) অবশেষে লাশ হয়ে ঘরে ফিরেছে। শনিবার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। পরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

নিহত সাজিনা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের সাবু মিয়ার মেয়ে। সে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
 
এলাকাবাসী জানায়, শনিবার বিকেলে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় সাজিনা। কিন্তু বিদ্যুৎ না থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। এরপর থেকেই নিখোঁজ হয় সাজিনা খাতুন। পরে রাতে অনেক খোঁজাখুঁজি করেও সাজিনার কোনো সন্ধান পাননি তার স্বজনরা। রোববার সকালে শালমারা ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনে সাজিনার মরদেহ দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে সাজিনার পরিবারের লোকজন এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান। সাজিনার মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।

এলাকাবাসী ধারণা করছেন, নব-নির্মিত ভবন থেকে পড়ে গিয়ে হয়তো সাজিনার মৃত্যু হয়েছে অথবা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
 
শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন শামিম তালুকদার মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নব-নির্মিত ভবনের উপর থেকে পড়ে সাজিনার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাজিনার মরদেহ পাওয়ার পর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
 
গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কল্যান চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কিভাবে সাজিনার মৃত্যু হয়েছে তা উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যাহত থাকবে।

অমিত দাশ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।