কাপাশিয়া ও চন্ডিপুরে নির্বাচনের দাবি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ও চন্ডিপুর ইউনিয়নে দ্রুত নির্বাচনের দাবিতে রোববার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। গাইবান্ধা-ছিঁচা-পাঁচপীর-সড়কের বাজার এলাকায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে দুই ইউনিয়নের শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে ইউনিয়নবাসীর পক্ষে বক্তব্য রাখেন জালাল উদ্দিন সরকার, লায়েক আলী খান, মাইদুল ইসলাম টেক্কা, আব্দুল মালেক, ফুল মিয়া, শাখাউল ইসলাম ও শহিদুল ইসলামসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি মহল জনগনের আকাঙ্খার তোয়াক্কা না করে ক্ষমতা কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করছে। তারা ভুল তথ্য দিয়ে মামলা করে নির্বাচন স্থগিত করেছে। অথচ আপামর জনসাধারণ ইউনিয়ন পরিষদকে নির্বাচনের মাধ্যমে উন্নয়নবান্ধব সংস্থায় পরিণত করার ব্যাপারে একমত। গণতন্ত্রের বিকাশে ও নতুন নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে নির্বাচনের বিকল্প নেই। তারা কাপাশিয়া ও চন্ডিপুর ইউনিয়নে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।
উল্লেখ্য, সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলায় ওই ২টি ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।
অমিত দাশ/এফএ/এবিএস