উলিপুরে আ.লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উমর ফারুক (মঙ্গা) ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে হত্যার হুমকীর প্রতিবাদে রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছে  ইউনিয়ন আওয়ামী লীগ।

দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্তকৃত দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদের বিরুদ্ধে এ অভিযোগ উপস্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। এসময় মোবাইল ফোনে প্রাণনাশের হুমকীর অডিও সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়।

দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক উমর ফারুক (মঙ্গা), ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহসান কাজল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু তৈয়ব সরকার প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদের বাবা মোন্নাফ আলী বিএনপি নেতা এবং তার দাদা মৃত দুখা হাজি স্বাধীনতা যুদ্ধের সময় পিচ কমিটির চেয়ারম্যান ছিলেন। আবার সাইফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অথচ উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতা অর্থ বাণিজ্যের মাধ্যমে এই বিতর্কিত ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দিতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

অপরদিকে, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো উমর ফারুক (মঙ্গা), মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শামীম, মোফাজ্জলসহ কতিপয় সন্ত্রাসী একের পর এক আমাকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছেন। শুধু তাই নয় একাধিকবার প্রকাশ্যেই হামলা চালিয়েছেন তারা। চলতি মাসে তাদের বিরুদ্ধে তিনটি জিডিও করেছি।
 
তিনি দাবি করেন মূলত দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় একটি পক্ষ আমাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে ফায়দা লোটার চেষ্টা করছে।

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উমর ফারুককে (মঙ্গা) শোকজ করা হয়েছে। দলের ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাইফুল ইসলাম সাঈদ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন বঞ্চিতরা এখন দলের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

নাজমুল হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।