চাকমা রাজমাতা আরতী আর নেই


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৫ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের মাতা আরতী রায় (৮১) আর নেই। সোমবার ভোরে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় জানান, হঠাৎ বার্ধক্যজনিত অসুস্থতা বেড়ে যাওয়ায় রাজমাতার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ১৬ এপ্রিল তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থার উন্নতি না হওয়ায় পরে বেসরকারি হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্সে করে স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যুবরণ করেন রাজমাতা আরতী রায়।

এদিকে, বেলা ১১টার দিকে রাজমাতার মরদেহ রাঙামাটির রাজবাড়িতে আনা হলে সেখানে তাকে এক নজর দেখতে ও শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ ভিড় জমায়। প্রথমে মরদেহ নেয়া হয় রাজবন বিহারে। সেখান থেকে পরে রাজবাড়িতে নেয়া হয়।

Rajmata

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার সৎগতি কামনা করে শোক সন্তপ্ত রাজ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটির নারী এমপি ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, বিশিষ্ট পাহাড়ি নেতা গৌতম দেওয়ানসহ বিভিন্ন মহল।

সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুইদিন উন্মুক্ত রাখার পর মঙ্গলবার বিকালে রাজবাড়ির পারিবারিক শ্মশানে দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে রাজপরিবার।      

উল্লেখ্য, আরতী রায়ের স্বামী ও চাকমা রাজা দেবাশীষ রায়ের পিতা রাজা ত্রিদিব রায় ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের ইসলামাবাদে পরলোকগমন করেন।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।