বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে সাজু মিয়া (৩০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও এক কৃষক আহত হয়েছেন। সোমবার ভোরে সীমান্তবর্তী সাতানিপাড়া বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া বালুরচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত দু’দিন যাবত ভারত থেকে নেমে আসা একদল বন্য হাতি গারো পাহাড়ের লোকালয়ের কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়ে উঠতি ইরি বোরো পাকা ধান খেয়ে পায়ে মাড়িয়ে বিনষ্ট করছে। এজন্য গ্রামবাসী রাত জেগে ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। এছাড়া গ্রামাবাসী দল বেধে মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে বাঁশ দিয়ে ফটকা বানিয়ে হৈ-হুল্লোড় করে হাতি তাড়ানো চেষ্টা করছে। 
সোমবার ভোরে গারো পাহাড়ে বালুরচর গ্রামের কৃষক সাজু মিয়া (৩০) বন্য হাতির আক্রমণ থেকে তার পাকা বোরো ধান ক্ষেতে ফসল রক্ষায় পাহারা দিচ্ছিল। গভীর রাতে পাহাড় থেকে একদল বন্য হাতি ধান ক্ষেতে নামলে তিনি চিৎকার করে। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান সাজু মিয়া। তাকে বাচাঁতে গিয়ে কৃষক খোকন (২৫) গুরুতর আহত হয়। পরে আহত খোকনকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, সকালে খবর পেয়ে বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্ত্রী ফরিদা বেগমের হাতে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
শুভ্র মেহেদী/এসএস/এমএস