মাগুরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৬ জুন ২০২৪
প্রতীকী ছবি

মাগুরায় সাপের কামড়ে ফাতেমা জামান বর্ণ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) রাতে সদর উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। বর্ণ ওই গ্রামের আয়াত আলীর মেয়ে।

আয়াত আলী বলেন, রাতে ঘন ঘন লোডশেডিংয়ের সময় আমি মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাইরের রাস্তায় যাই। কিছুক্ষণ পর তাকে নিয়ে স্থানীয় রামনগর বাজার ঘুরে আবার বাড়িতে ফিরে আসি। একপর্যায়ে রাতে খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমাতে গেলে তার শরীর প্রচণ্ডভাবে ঘামতে থাকে। একই সঙ্গে মুখ দিয়ে লালা ঝরতে থাকে। তাকে ইজিবাইকে করে মাগুরা সদর হাসপাতালে রওনা হলে পথে তার মৃত্যু হয়।

পরে বুধবার সকালে দাফনের জন্য বর্ণকে গোসল করাতে গেলে ডান হাতের কবজির নিচে তিনটি কামড়ের দাগ দেখা যায়। ধারণা করা হচ্ছে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে কী সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে সেটা বুঝতে পারিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।