বান্দরবানে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৯ জুন ২০২৪
নাইক্ষ্যংছড়ি থানা। ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমির ড্রেন পরিষ্কার করতে গিয়ে পাহাড় ধসে আবু বক্কর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি এলাকায় এঘটনা ঘটে।

নিহত আবু বক্কর (৫৫) ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ফুলতলি পাহাড়ের পাদদেশে নিজের জমিতে কাজ করতে যান আবু বক্কর। এসময় পাহাড়ের পাশে জমির ড্রেনে কাজ করার সময় হটাৎ পাহাড় ধস হলে তিনি চাপা পড়েন। এসময় আশপাশে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে। সেখানেই তিনি মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।