নেত্রকোনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১
নেত্রকোনার কেন্দুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক কিশোর নিহত হয়েছেন। এ সময় দু`পক্ষের সংর্ঘষে আরও ৭ জন আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের চন্দ্রলাড়া গ্রামে মেম্বার সজিব মোড়লের লোকজন ও পরাজিত প্রার্থী রুকন খার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রুকন খাঁর ভাতিজা সন্তোষ খাঁর ছেলে ইকবাল মিয়া প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান জাগো নিউজকে জানান, গড়াডোবা ইউনিয়নে চন্দ্রলাড়া গ্রামে পরাজিত ও বিজয়ী মেম্বার প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়। নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
কামাল হোসাইন/এসএস/পিআর