পাটগ্রামে ট্রাকচাপায় হোটেল শ্রমিক নিহত


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৬ এপ্রিল ২০১৬

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকায় ট্রাকচাপায় নূর আলম (১৬) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম পাটগ্রাম স্টেশন পাড়ার ওহিদুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুর আলম সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রেজাইল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা হোটেল শ্রমিক নিহত হওয়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।