গাইবান্ধায় নতুন করে বাড়ছে সব নদ-নদীর পানি
কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের নেমে আসা পানিতে নতুন করে বাড়তে শুরু করেছে গাইবান্ধায় সব নদ-নদীর পানি। তবে পানি বড়লে এখনো বিপৎসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (২ জুলাই) তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার (সি. মি) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও করতোয়া নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই চরাঞ্চলসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।
বিকেল ৩টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ফুলছড়ি পয়েন্টে যমুনা ব্রহ্মপুত্রের পানি ৫৯ সে.মি.বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ৪৯ সে.মি. নিচ দিয়ে, নিউব্রীজ পয়েন্টে ঘাঘট নদী ৬৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৩ সে.মি. নিচ দিয়ে, চকরহিমাপুর পয়েন্টে করতোয়া পানি ১৪ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩১৫ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির কারণে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, মোল্লারচর, গিদারি, ঘাগোয়া ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের নিম্নঞ্চলে পানি ঢুকেছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা সার্বক্ষণিক নদীপাড় ও ভাঙনের খবর রাখছি। ভাঙন কবলিত নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে।
আনোয়ার হোসেন শামীম/এএইচ/এমএস