পাটগ্রামে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৬ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় রিফাত হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত হোসেন উপজেলার বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলামের ছেলে এবং বুড়িমারী আমানুতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল ১১টায় স্কুলছাত্র রিফাত মটরসাইকেল নিয়ে বুড়িমারী রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে রেললাইন পারাপারের সময় কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।

লালমনিরহাট জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ট্রেনে ছাত্র নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

রবিউল হাসান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।