বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা : আহত ১০
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে দু`পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পৌর এলাকার তিতানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার তিতানীপাড়া গ্রামের জয়নাল আবেদিনের সঙ্গে একই গ্রামের হাসমত আলীর এক খণ্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে হাসমত আলী তার লোকজন নিয়ে জয়নাল আবেদিন ও তার ভাই দুলা মিয়ার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে হাসমতের লোকজন জয়নাল আবেদিনের ভাই দুলা মিয়ার ঘরে আগুন ধরিয়ে দেয় এবং তাদের উপর হামলা করে। এ সময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে জয়নাল আবেদিন (৫০), দুলা মিয়া (৪০), মজনু মিয়া (৩৫), মামুন মিয়া (২৬), আল-আমিন (৩০), আংগুরী বেগম (৫৫), গুলি বেগম (৬০) এবং রফিকুল ইসলামকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শুভ্র মেহেদী/এসএস/আরআইপি