রাবিতে তারেকের কুশপুত্তলিকায় আগুন


প্রকাশিত: ১১:০৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

এর আগে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটি।

রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি, রাশেদুল ইসলাম রাঞ্জু, সরকার ফারহানা আক্তার, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহামেদ রুনু ও উৎপল কুমার বাবু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।