নেত্রকোনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

নেত্রকোনায় ধর্ষণের দায়ে লিটন চন্দ্র দাস নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ.কে.এম আবুল কাশেম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২২ এপ্রিল রাতে মদন উপজেলার ফচিকা গ্রামের শংকর দাসের মেয়ে মালা রানী দাসকে পুকুরিয়া গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দাসের ছেলে লিটন দাস ধর্ষণ করে। মালা রানী পুকুরিয়া গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে থাকাকালে এ ঘটনা ঘটে। পরে মালা বাদী হয়ে একই বছরের ২৬ এপ্রিল আদালতে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর মঙ্গলবার পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি জিএম খান পাঠান।

কামাল হোসাইন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।