টানা বর্ষণ

রামুতে সেতুর অ্যাপ্রোচে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৬ পিএম, ১২ জুলাই ২০২৪
ভেঙে গেছে রামুর রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতুর অ্যাপ্রোচ সড়কের সিংহভাগ

দুদিনের টানা বর্ষণে কক্সবাজারের রামুতে সদ্য নির্মিত ‘রাজারকুল-মনিরঝিল’ সংযোগ সেতুর অ্যাপ্রোচে ভাঙন ধরেছে। এতে করে এই সেতু দিয়ে যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সেতুর একপাশের অ্যাপ্রোচ সড়কের মাটি সরে ভাঙনের কবলে পড়ে এটি।

রাজারকুল-মনিরঝিল দু’গ্রামের কয়েক হাজার মানুষ চলাচলের একমাত্র মাধ্যম এ সেতুটি। হঠাৎ ভারী বৃষ্টিতে সেতুটির সংযোগ ভাঙনের কবলে পড়ায় আতঙ্কে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা। চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আগেই দ্রুত সময়ে সেতুর অ্যাপ্রোচটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, সেতুটি সংস্কারের উদ্যোগ না নিলে চরম বিপর্যয়ে পড়তে পারে দুই গ্রামের হাজার মানুষ।

আবুল শামা বলেন, সেতুটি নির্মাণ হয়েছে খুব বেশিদিন হয়নি। নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে অ্যাপ্রোচ ভাঙনের কবলে পড়লো। ঠিকাদারের দায়সারা কাজের মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে সেতুটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে চরম ভোগান্তিতে পড়তে হবে।

এলজিইডির রামু উপজেলা প্রকৌশলী মনজুর হাছান ভূঁইয়া জানান, ভারী বর্ষণে পানির তোড়ে রাজারকুল-মনিরঝিল সড়কের সংযোগ সেতুটির একপাশের অ্যাপ্রোচ সড়কের অংশ ভেঙে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও বড় অংশ তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রিজটির অ্যাপ্রোচের ভাঙন রক্ষার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, সেতু ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।