কুমিল্লায় ছাত্রলীগের সমাবেশ
কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবি
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও ইতিবাচক সমাধানের দাবিতে কুমিল্লায় মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে নগরীর রামঘাটলাস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তি সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সহ-সভাপতি টিটু মজুমদার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হক আকাশ এবং প্রথম সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে জনদুর্ভোগ সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। আমরা কোটা বিষয়ে যৌক্তিক সমাধানে বিশ্বাসী। আন্দোলনের নামে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস