ফরিদপুরে পোনা ও মা মাছ শিকার, জাল পুড়িয়ে ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১২ জুলাই ২০২৪

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ ও বাঁধ অপসারণ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে জব্দ করা ২৭টি জাল ধ্বংস করা হয়। এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীর শয়তান খালি ঘাট থেকে চন্দ্রপাড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে মা মাছ, পোনাসহ দেশীয় মাছ শিকার করছে এলাকার কিছু মানুষ। এমনকি মাছ ধরতে নদীর পাড়ে স্থাপনাও তৈরি করেছে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

অভিযানে ২৭ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসময় একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সটকে পড়েন সংশ্লিষ্টরা। পরে নদীর পাড়ে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত চায়না দুয়ারির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন জানান, প্রায় ৭০০ মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করে নষ্ট করা হয়। জালে আটকে পড়া জীবিত পোনা মাছগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

এন কে বি নয়ন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।