পাহাড়ি ঢলে নিখোঁজ শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৩ জুলাই ২০২৪
শিশুটির সন্ধান এখনো মেলেনি

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানির স্রোতে পড়ে বৃষ্টি ঋষি (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার সকাল ৮টায় বামনী গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ি ঢলের স্রোতে পড়ে সে নিখোঁজ হয়ে যায়। বিকেল ৩টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ বৃষ্টি একই ইউনিয়নের আগ বগজান গ্রামের কৃপেন্দ্র ঋষির মেয়ে। সে আগ বগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশুর স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে বৃষ্টি তার ভাই সোহাগ ঋষির সঙ্গে বের হয়। বাবনী গ্রামের ফুটবল খেলার মাঠ সংলগ্ন কাঁচা রাস্তায় এলে পানি দেখে সোহাগ তার বোন বৃষ্টিকে বুঝিয়ে বাড়ি চলে যেতে বলে। কিছু সময় পর আব্দুল কুদ্দুছ নামের এক ব্যক্তি দেখতে পান, ঢলের পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় একটা শিশু হাঁটছে। তখন তিনি নৌকা নিয়ে ওই শিশুর কাছে যাচ্ছিলেন। কাছাকাছি যাওয়া মাত্রই শিশুটি পা পিছলে পানিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে জাল দিয়ে দুই ঘণ্টা চেষ্টা করেও শিশুর সন্ধান পায়নি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ও কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা জানান, কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি ডুবুরি দল এসে বিকেল ৩টা থেকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।

এইচ এম কামাল/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।