বেনাপোল দিয়ে ফেরত গেলেন ৪ ভারতীয়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৩ জুলাই ২০২৪

অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর চার ভারতীয় নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) বিকেলে তাদের ভারতের পেট্রাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তারা হলেন, ভারতের বিহার রাজ্যের জেলে বিষ্ণুপদ দিলদার, সুধির বাবু, মেদিনীপুরের শেখ জাহাঙ্গীর ও হুগলির ভানু চরন জানা। এদের মধ্যে বিষ্ণুপদ দিলদার ও ভানুচরণ ৮ বছর এবং সুধির বাবু ও শেখ জাহাঙ্গীর তিন বছর কারাভোগ করেন।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকেরা জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা আটক হন। এদিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরতে পারায় খুশি এসব ভারতীয়রা। আইনি জটিলতায় তাদের দীর্ঘ কয়েক বছর ধরে স্বজনদের ছেড়ে জেলে দিন পার করতে হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হক আল মামুন জানান, চার ভারতীয়কে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েছিল। এরআগে জাহাঙ্গীর ও সুধির বাবু ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

তিনি আরও জানান, ভারতীয় নাগরিকদের জেল থেকে মুক্তির ব্যাপারে এনজিও সংস্থা যশোর রাইটস সহযোগিতা করেছেন।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।