যশোরে শ্রমিকলীগের দু’পক্ষের দুই সম্মেলনে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৪ জুলাই ২০২৪
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আযম খসরু

টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যশোর জেলা শ্রমিকলীগের দু’পক্ষের দুটি ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে দুই পক্ষই পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে। তবে মূল সম্মেলনের বিপরীতে পাল্টা সম্মেলনের আয়োজন করায় এক গ্রুপের দুই শীর্ষ নেতা জবেদ আলী ও নাছির উদ্দিনকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

শনিবার (১৩ জুলাই) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তন ও পৌর কমিউনিটি সেন্টারে পাল্টাপাল্টি এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মূল সম্মেলন থেকে আজিজুল আলম মিন্টুকে সভাপতি ও সৈয়দ লিটনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। অপরদিকে পাল্টা সম্মেলনে জবেদ আলীকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিকলীগের সম্মেলন নির্ধারণ করেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ কে এম আযম খসরু। এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আযম খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এছাড়া অনুষ্ঠানে শ্রমিকলীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আযম খসরু বলেন, শ্রমিকলীগে কিছু পরগাছা ভর করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যশোর জেলা শ্রমিকলীগের সম্মেলন হয় না দীর্ঘদিন। কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সম্মেলনের আয়োজন করতে বলি। এই সম্মেলন কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকের নির্দেশে হচ্ছে। এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকও রয়েছেন। কেন্দ্রীয় কমিটিকে চ্যালেঞ্জ করে যশোরে একটি পক্ষের নেতা জবেদ আলী ও নাছির উদ্দিন পাল্টা সম্মেলনের আয়োজন করেছে। এই জবেদ আলী ও নাছির উদ্দিন দলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ফলে তাকে আমরা চিরদিনের জন্য শ্রমিকলীগ থেকে বহিষ্কার করলাম।

যশোরে শ্রমিকলীগের দু’পক্ষের দুই সম্মেলনে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকের বাইরে গিয়ে যারা আলাদা সম্মেলন করেছে, তাদের কমিটি বৈধতা পাবে না। ওই অনুষ্ঠানে যেসব কেন্দ্রীয় নেতা এসেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জেলা শ্রমিকলীগের যেসব নেতাকর্মী শ্রমিকলীগ বিভাজনে ইন্ধন দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনের দ্বিতীয় অংশে কাউন্সিলরদের মৌখিক সমর্থনে আজিজুল আলম মিন্টুকে সভাপতি ও সৈয়দ লিটনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কে এম আযম খসরু। এই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মূল সম্মেলনকে পাশ কাটিয়ে কোনোরকম প্রচার-প্রচারণা ছাড়াই শুক্রবার রাতে গণমাধ্যমের কাছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রমিক লীগের একটি অংশ পাল্টা সম্মেলনের আয়োজন করে। শনিবার বিকেলে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গনি খান পলাশ।

সম্মেলন উদ্বোধক ছিলেন শ্রমিকলীগের সহসভাপতি এস এম কামরুজ্জামান চুন্নু। এই অংশের সম্মেলনে সদরের এমপি নাবিল আহমেদের অনুসারী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সংগঠনের কাউন্সিলরদের মতামতে জবেদ আলীকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন শ্রমিকলীগের কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমেদ।

এর আগে বক্তৃতাকালে তিনি বলেন, একটি পকেট কমিটি করার জন্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যশোরে এসেছেন। তিনি কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা না করে এই সম্মেলনের তারিখ ঘোষণা করেন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করেও তিনি নেতিবাচক বক্তব্য দেন।

তিনি আরও বলেন, এই সম্মেলনে যারা নেতা নির্বাচিত হবেন, কেন্দ্রীয় কমিটির ২৩ নেতার সমর্থন পাবেন। ফলে আপনাদের কমিটি বৈধতা পাবে, অন্যপাশে কে কাকে নেতা নির্বাচিত করলো সেটা দেখার বিষয় না। পকেট ভারি করে কমিটি দেওয়ার আয়োজনের নামে সম্মেলন নেতাকর্মীরা কখনোই মেনে নিবে না।

এদিকে পাল্টাপাল্টি সম্মেলন ঘিরে ছিল উত্তেজনা। দু’পক্ষের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে অংশ নেন। দু’পক্ষের পৃথক পৃথক মিছিল আসা যাওয়াকে কেন্দ্র করে গোটা শহরে উত্তেজনার সৃষ্টি হয়। দুটি সম্মেলনেই নেতাকর্মীরা অপর পক্ষকে হুংকার দিয়ে বক্তব্য দেন।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।