কুড়িগ্রাম

সহস্রাধিক বন্যার্তদের মাঝে র‍্যাবের ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৪ জুলাই ২০২৪
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন আর রশিদ

কুড়িগ্রামে সহস্রাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন আর রশিদ। শনিবার (১৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চর যাত্রাপুরে এসব ত্রাণ বিতরণ করেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জঙ্গিবাদ দমনের পাশাপাশি র‍্যাব সবসময় মানবতার সেবায় কাজ করেছে। প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো সংকটে র‍্যাব দেশ ও জনগণের সঙ্গে কাজ করে আসছে।

র‍্যাব মহাপরিচালক বানভাসীদের মাঝে চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এসময় র‍্যাবের পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত বানভাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবাও দেন।

সহস্রাধিক বন্যার্তদের মাঝে র‍্যাবের ত্রাণ বিতরণ

এ সময় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকসহ র‍্যাবের বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন।

ফজলু ফরায়েজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।