লালমনিরহাট প্রাণিসম্পদ কার্যালয়ের গাড়ি চালকের মৃত্যু
গাছ থেকে পড়ে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গাড়ি চালক কফিল উদ্দিন খাজা আতা (৫৪)’র মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত কফিল উদ্দিন বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা।
জানা যায়, সকালে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আতা গাছ থেকে পড়ে যান কফিল উদ্দিন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন কফিল উদ্দিনের বিষয়টি নিশ্চিত করে জানান, কফিল উদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এআরএ/আরআইপি