কোটা আন্দোলন
সিরাজগঞ্জে ছয় মামলায় গ্রেফতার ১৪১
সিরাজগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে ছয় মামলায় ১৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আগের নাশকতার মামলায় গত কয়েকদিনে তাদের গ্রেফতার করা হয়। ছয় মামলায় ১৩০ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে এক হাজারের অধিক।
গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সহিংসতাকারীদের বিরুদ্ধে ১৭ জুলাই সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৭০ জনকে আসামি করে একটি মামলা করেন। এরপর ১৯ জুলাই শহরের ২ নং পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ এনে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ জনকে আসামি করে মামলা করেন এসআই মুস্তাকিন। পরেরদিন ২০ জুলাই পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই দানিউল ইসলাম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ জনকে আসামি করে আরও একটি মামলা করেন।
এছাড়া ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় সহিংসতার অভিযোগে কামারখন্দ থানার এসআই রুমেন সেখ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে আসামি করে একটি মামলা ও কড্ডার মোড় এলাকায় পুলিশের কাজে বাধা এবং নাশকতার অভিযোগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করে আরও একটি মামলা করেন। এ পাঁচ মামলা ছাড়াও সদর উপজেলার বহুলী বেইলি ব্রিজ ভাঙচুর ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধের অভিযোগে ৩৩ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন।
এম এ মালেক/জেডএইচ/জেআইএম