রোববার ভোলায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৮ জুলাই ২০২৪
ভোলায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে/ ফাইল ছবি

ভোলায় কারফিউ শিথিলের সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে রাত ১০টার পর চলমান কারফিউ বলবৎ থাকবে।

শনিবার (২৭ জুলাই) রাতে এ তথ্য জানান ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

তিনি বলেন, কারফিউ শিথিলের সময় অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য জেলাজুড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রাখবেন।

কারফিউ শিথিলের সময় ভোলার সব এলাকার দোকানপাট খোলা থাকবে। চলাচল করবে সব ধরনের যানবাহন ও লঞ্চ।

জুয়েল সাহা বিকাশ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।