বগুড়ায় গ্রেফতার দুই কিশোর, সংশোধনাগারে পাঠালেন আদালত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৩ আগস্ট ২০২৪
ফাইল ছবি

বগুড়ায় নাশকতা মামলায় গ্রেফতার দুই কিশোর শিক্ষার্থীকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

গ্রেফতার ওই দুই শিক্ষার্থী হলো, সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সিয়াম বাবু ও অষ্টম শ্রেণির সাবিদুল ইসলাম সুপ্ত।

সিয়াম বাবু সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের মিঠু ইসলামের ছেলে এবং সুপ্ত একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

গ্রেফতার কিশোরদের অভিভাবকরা জানান, বুধবার দুপুরে তারা যমুনায় গোসল করতে গিয়েছিল। তখন আবদুল মোমিন নামে এক তরুণ যমুনা নদীর কালিতলা ঘাটে রাখা রেসকিউ বোটের কাচ ভাঙচুর করছিল। মোমিন ওই দুই শিশুকে সেখানে ডেকে নেয়। এসময় বোট চালকরা শিশু দুটিসহ তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে বোটের দুই চালক বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আটক আবদুল মোমিন, ওই দুই শিশুসহ অজ্ঞাত আসামিরা বুধবার সারিয়াকান্দি সদরের কালীতলা শ্মশানঘাট এলাকায় রাখা সরকারি দুটি রেসকিউ বোট নাশকতার উদ্দেশ্যে ভাঙচুর করে।

বগুড়া আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোসাদ্দেক হোসেন বলেন, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ গ্রেফতার দুই শিশুকে হাজির করা হলে বিচারক কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটকরা বড় ধরনের সহিংসতা ও নাশকতা ঘটনা ঘটাতে পারে, এমন আশঙ্কায় তাদের আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে বোট চালক মোস্তাফিজার রহমান ও ওবায়দুর রহমান বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। গ্রেফতারদের আদালতে তোলা হলে আদালত তাদের সংশোধনাগারে পাঠান।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।