বগুড়ায় বৃষ্টি উপেক্ষা করে সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৩ আগস্ট ২০২৪
বগুড়ায় বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভে অংশ নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

বগুড়ায় বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভে অংশ নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরের পর থেকেই শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো থাকেন তারা। শহরের সবগুলো সড়ক দিয়ে মিছিল আসছে এখানে।

শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। শহরের জলেশ্বরীতলার দিক থেকে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও মিছিলে আসতে দেখা গেছে।

শহরের বড়গোলা দিকে থেকে বিশাল একটি মিছিল এসে সাতমাথায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। শহরের এই প্রাণকেন্দ্রে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা সাতমাথামুখী সব যানবাহন চলাচল আটকে দিচ্ছেন। এতে শহরে জরুরি প্রয়োজনে আসা অনেকে পড়েছেন বিপাকে।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতমাথায় মিছিল নিয়ে এলেও তাদের বাধা দেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে তাদের।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণভাবে সাতমাথায় অবস্থান করছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।