ব্রাহ্মণবাড়িয়া

সাবেক আইনমন্ত্রীর বাড়িতে হামলা, মেয়রের বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৫ আগস্ট ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

পদত্যাগ করে প্রধানমন্ত্রীর দেশত্যাগের খবরে সোমবার (৫ আগস্ট) বিকেলের পর জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে ছাত্র-জনতা। পরে এ হামলার ঘটনা ঘটে।

সাবেক আইনমন্ত্রীর বাড়িতে হামলা, মেয়রের বাড়িতে আগুন

স্থানীয়রা জানান, উপজেলার পানিয়ারূপ গ্রামে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রামের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এসময় তারা বাড়ির দরজা-জানালা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করেন। একই সময় হামলা করা হয় কসবা থানা, পুলিশের কসবা সার্কেলের এএসপির অফিস ও উপজেলা পরিষদের নবনির্মিত ডাকবাংলোয়।

সাবেক আইনমন্ত্রীর বাড়িতে হামলা, মেয়রের বাড়িতে আগুন

এদিকে, আখাউড়া উপজেলা পরিষদ ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। একপর্যায়ে অগ্নিসংযোগ করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।