কুমিল্লায় সাবেক কাউন্সিলরের বাড়িতে আগুন, ৬ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৬ আগস্ট ২০২৪

পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ার খবরে কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল বের করে জনতা। একপর্যায়ে দুর্বৃত্তরা অশোকতলায় সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মঙ্গলবার (৬ আগস্ট) দুুপুর পর্যন্ত ওই বাড়ি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২০), রনি (১৬) ও মহিন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলমের অশোকতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে কয়েকজন বাড়িটির তিনতলায় উঠে পড়েন। এসময় বাড়িটির নিচে থাকা ব্যক্তিরা নিচতলায় আগুন ধরিয়ে দেন। এতে আটকা পড়েন তিনতলায় ভাঙচুরকারীরা। একপর্যায়ে তারা ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে এবং আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ১৫-২০ জন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত শাহ আলম কাউন্সিলরের বাড়ি থেকে মোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই ভাঙচুরকারী। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবো।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।