নাটোরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯তম আবির্ভাব


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৯ এপ্রিল ২০১৬

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯তম আবির্ভাব-বর্ষস্মরণ মহোৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার শহরের লালবাজারস্থ জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মসভা, ভক্তি গীতি, লীলা কীর্ত্তন, প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে নগর পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ধর্মীয় আলোচনা করেন- পাবনার হেমায়েতপুর ধামের সাধারণ সম্পাদক অধ্যাপক যুগোল কিশোর ঘোষ, সিলেট ঋত্বিকের রামকৃষ্ণ ভট্টাচার্য, পাবনা সৎসঙ্গ আশ্রমের শ্রী জহরলাল প্রসাদ গুপ্ত, রাজবাড়ীর শ্রী রঞ্জন সাহা, নওগাঁর আত্রাই সুধরানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী মনোরঞ্জন বর্মন প্রমুখ।

পরে জয়পুরহাটের পাঁচবিবি সৎসঙ্গ শিল্পীবৃন্দ ভক্তিগীতি এবং সিলেট ঋত্বিক ঘোষা কীর্ত্তন মন্ডলী লীলা কীর্ত্তন পরিবেশন করে ভক্ত বৃন্দকে মুগ্ধ করেন। দুপুরে অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলাসহ অন্যান্য জেলার শত শত ভক্ত অংশ নেন।

উল্লেখ্য, এবারই প্রথম নাটোর জেলা শাখা সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রথম স্মরণ উৎসব পালন করেছে।

রেজাউল করিম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।