কর্মস্থলে ফুল দিয়ে পুলিশকে বরণ করে বিএনপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১০ আগস্ট ২০২৪
পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করছেন বিএনপি নেতারা

লক্ষ্মীপুরে কর্মস্থলে ফিরেছে ৬ থানার পুলিশ। তবে দুটি থানায় এখনো কার্যক্রম শুরু হয়নি। পুলিশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএনপি-জামায়াত। এতে জেলা পুলিশ, সদর মডেল ও রামগতি থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে তারা।

শনিবার (১০ আগস্ট) দিনব্যাপী লক্ষ্মীপুর শহর যুবদলের নেতাকর্মীরা ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে সদর মডেল থানা পাহারায় ছিলেন।

এর আগে শুক্রবার (৯ আগস্ট) বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদকে ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও হারুনুর রশিদ ব্যাপারী প্রমুখ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৭০ জন পুলিশ থানায় হাজির হয়েছেন। আরও প্রায় ৩০ জন সদস্য শিগগির থানায় ফিরবেন। সবার সম্মিলিত সহায়তায় চলমান সংকট দ্রুত কেটে যাবে।

কর্মস্থলে ফুল দিয়ে পুলিশকে বরণ করে নেয় বিএনপি

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আমরা থানায় আছি। ভাঙচুর-আগুন দেওয়ার পর থানার অস্ত্র-গুলি লুট করা হয়েছে। কয়েকটি অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে রয়েছে। এখন থানা গোছানোর কাজ চলছে। খুব শিগগিরই কার্যক্রম শুরু করা হবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, আমরা শুক্রবার কার্যক্রম শুরু করেছি। স্থানীয়রা আমাদের ফুল দিয়ে বরণ করে নেয়।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান বলেন, থানাগুলোর কার্যক্রম পরিচালনার জন্য আমরা জেলা পুলিশকে স্বাগত জানিয়েছি। আমাদের পক্ষ থেকে সবগুলো থানা পুলিশকে সহযোগিতা করা হবে।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, দেশব্যাপী সহিংসতায় পুলিশের কর্মবিরতি ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে চারটি থানার কার্যক্রম চালু করা হয়েছে। রায়পুর ও রামগঞ্জ থানার কার্যক্রম চালু হতে আর কিছুদিন সময় লাগবে। এ দুটি থানায় ৫ আগস্ট দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে থানার অনেক ক্ষয়ক্ষতি হয়।

কাজল কায়েস/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।